চোখ তার কথা বলে, কথা বলে চোখের মনি,
চোখের পাতায় পদ্মফুল দিয়ে যায় হাতছানি।
বাতাসে হাঁটে মুগ্ধ সুবাস, কাজলে হাসনাহেনা,
চোখ তার কালো হরিণী, নাম তার চিরচেনা।
সুনয়না নাম দিলাম সুনয়নে তৃপ্ত হয়ে,
নয়ন জোরায় গভীর পিপাশায় তৃষ্ণার্ত মন নিয়ে।
মনের কথা মনেতেই থাক, ভালো থাক সুনয়ন,
শ্রেষ্ঠ হোক তোমাতে কবিতার সব চরণ।
কবিতা লিখি কিভাবে তোমার চোখে রেখে আঁখি,
তোমার চোখের ভাষা আজও পড়ার রয়েছে কিছু বাকি।
কি আছে লেখা তোমাতে মায়াবী তোমার দু'চোখে,
মনের কথা প্রেমের ভাষায় কি করে বলি আর কাকে।
যাকে বলি সেও বলে মুগ্ধ তোমার আঁখি,
তাই তোমায় আজিকে কবিতায় লিখে রাখি।
কবিতা আমার বর্ণহীন, ভাষাহীন এক দ্বীপ,
ভালো লাগে মধ্য নয়নে সূর্য লাল টিপ।
ভালো লাগে হাতের চুড়ি ঝন-ঝনাঝন বাজে,
ব্যস্ত আমি কবিতায় তারই রূপের মাঝে।
রূপ তার মুক্ত পাখি উন্মুক্ত কবিতার খাতায়,
মিষ্টি হাসি প্রাণনাশী অনুরাগী কাব্য ভাসায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন