মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

জীবন তরী

জীবন নামক ছোট্ট তরী 
ভাসিয়ে দিলাম জলে,
স্রোত এসে ধাক্কা দিল 
নিজের কৌতুহলে।
উজান ভাটার টানে শুকিয়ে গেল 
মনের শক্ত আঘাত,
চাঁন্দের সামনে আসলো হটাৎ 
জোঁনাকহীন রাত।
ঘোর অন্ধকারে জীবন তরীতে 
ধরেছে ধরি গতি,
চোখের পিছে পাল্টে গেছে 
প্রিয় লজ্জাবতি।
তাকে নিয়ে স্বপ্ন ছিল 
ভাসবো এক স্রোতে,
সেই স্বপ্ন আর দেখে না নয়ন 
সকাল সন্ধ্যা রাতে।
জীবন তরীতে একলা আমি
সঙ্গী আমার ভয়,
বুকের ভেতর আস্ত খালি 
নেই সঞ্চিত প্রণয়।
ঘুরে ফিরে যাযাবর হৃদয় 
বিশ্রাম চায় ঘুমে,
নিদ্রা আসে না আকাশ-কুসুম 
ভাবনা যখন নামে।
ভাবুক আমি জীবন তরীতে 
অংক কষে ভাবি,
চাওয়া-পাওয়ার বিবেক বন্দী রেখে 
খুয়া গেছে তার চাবি।
জীবন তরীতে নেমেছি তাই 
হারানো বিবেকের খোঁজে,
পাই না বিবেক পাষাণ আমি 
নিজেই নিজের মাঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন