দেহের সাথে আত্মার যখন ছিন্ন হবে সম্পর্ক,
শেষ নিঃশ্বাসে হিসাব কিতাব বন্ধ করবে অংক।
বাড়ি তখন হবে মাটি, বদ্ধ চারিধার,
সাড়ে তিন হাত মাটির তলে দেহ রবে আমার।
আত্মা তখন উড়ে বেড়াবে প্রিয় মানুষের ধারে,
দেখবে না তবে দু'চোখ খোলে কেউ আমারে।
দেখবে শুধু মনের চোখে আমার শেষ মুখ,
মৃত্যুর বর্ষে পালিত হবে অশ্রুঝরা শোক।
কাঁদবে তুমি প্রিয় মানুষ ভাববে আমার স্মৃতি,
আমার আত্মা দেখবে তোমার স্নেহময় প্রীতি।
আমিও চাইবো আসতে ফিরে প্রিয়জনের কাছে,
দু'হাত তুলে করবো প্রার্থনা নীল নভের নিচে।
বলবো প্রভু প্রাণ দাও আরো একবার,
আসতে চাই আবার ফিরে সবার মাঝে
প্রিয়জন যত ছিল আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন