মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

শিশিরের শব্দ

একটি শিশিরের শব্দ ধ্বনিত হল কর্ণে,
কি যেন একটা বলে গেল সল্পভাষী বর্ণে।
আমি ব্যস্ত ছিলাম শীতের চাদরে,
শীতলায় উষ্ণ আদরে,
স্পষ্ট হয় নি শোনা শিশিরের শব্দ
বুঝেছি তবু, ধরা দিয়েছে
হৃদয়ে ফোটেছে পদ্ম।

ভালবাসার নূতন বীজ হতে 
প্রেমের শিকড় আখড়ে ধরেছে মন,
অনুভূতিতে শিশিরের ছন্দ 
ছুঁয়ে যায় সারাক্ষণ।
অবেগ জাগ্রত প্রণয় জ্বলে উঠে,
শিশির ভেজা প্রতিটি ঘাসে
শৈত্য মনের সবুজ মাঠে।

অসময়ে অবেলা আচকা
কুয়াশার চাদর গাঁয়ে মুড়িয়ে 
হেঁটে যায় প্রেম প্রিয়সী,
আমি দূর হতে তাকে দেখে 
নিজ নয়নে শিশির জলে যাই ভাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন