মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

প্রভুর ঠিকানা

প্রভু দেখেনি তোমায় কেউ কভু,
মান্য করে সবাই তবু।
এ কেমন কথা কেমন বিধান,
প্রভু কি আছে কি তার প্রমাণ।
প্রভুকে ডাকি পাইনা সাড়া,
প্রভু বলেন তোমরা কাড়া।
আমরা প্রভু পূঁজারী তোমার জপি তোমার নাম,
তোমার নামে মসজিদ মন্দির গড়ি অবিরাম।
আমরা তোমার সেরা সৃষ্টি, মানুষ পরিচয়,
পশু হতে জগন্য মোরা, মনুষ্যত্বের করি ক্ষয়।
আমরা প্রভু ঝগড়া করি, ধর্ম নিয়ে করি খেলা,
রক্ত জরাই গঙ্গার জলে ভাসাই লাশের ভেলা।
তবু প্রভু তোমার দেখা পাইনা একবার,
তোমার ঠিকানা খোঁজায় মোরা ব্যর্থ বারবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন