ভুল করে হলেও আরেকটি বার ফিরে এসো
আরেকটি বার ডাক দাও আমার নাম ধরে
বল আমি ফিরে এসেছি চিরদিনের জন্য।
বল আর প্রস্থান নয়,
আজকের পর থেকে শুধু তুমি আর আমি,
কোনো তৃতীয় মানুষ রবে না আমাদের মধ্যে।
আজ হবে শুধু আমাদের দিন,
আমরা রাত্রি জাগবো, কথা বলবো,
আকাশ দেখবো, তারা গুনবো।
নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকবো দুজন দুজনার দিকে,
চোখে চোখ রেখে চোখের ভাষায় কথা বলবো,
ভোর হবে অথচ নিঘুম আমরা দুজন
রব একে অন্যের প্রেমের ঘুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন