মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

রাত্রি জাগবো

রাত্রি জাগিতে নাই বারণ,
রাত্রি জাগি তাই অকারণ।
সময় গুনি সময়ের সাথে,
জেগে থাকি রোজ প্রভাতে।
স্বপ্ন দেখি মুক্ত চোখে,
মুক্ত মনের যুক্ত বুকে।
আঁধার আসিলে শঙ্কা জাগে,
রাত্রির বুকে চলিনি আগে।
আজই প্রথম আজই শেষ,
জেগি আছি তাই করেছি বেশ।
জাগবো আরও ইচ্ছে হলে,
পারলে থামাও নিজের বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন