সূর্য লুকিয়েছে আত্নগোপনে
মেঘের কালো শাড়ীর আঁচলে মুখ ঢেকে।
আর চাঁদ, সেও পাষাণ বড্ড,
একবারো আসেনা যেখানে সূর্যের সিংসহাঁসন।
মিটিমিটি তারা, তাদের সঙ্গ পেয়েছে চাঁদ,
ভালোই সময় যাচ্ছে তার
একাকীত্ব কী জানেই না হয়ত সে।
সূর্য একা একা আকাশ ছোঁয়ে যায়,
পরিমাপ করে আকাশে
ভালোবাসার দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা।
শীলত নীল জোস্নায় চাঁদ
ভুলে গিয়েছে সূর্যের স্মৃতি।
কিন্তু সূর্য সে প্রাণের উৎস
সূর্যহীন পৃথিবী অন্ধকারচ্ছন্ন বদ্ধভূমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন