মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

তোমার আমার দূরত্ব

অনেক কাছে তুমি 
কিন্তু অনেক দূরে
ঠিক যেন আকাশের চাঁদ।

চোখের দৃষ্টিতে চাঁদ আমার অনেক কাছে
কিন্তু হাত বাড়ালেই অনেক দূরে।

ইচ্ছে হয় চাঁদকে ছুঁই 
আদর দেই মন ভরে
কিন্তু ব্যাপক দূরত্বের পরিধি।

দূরত্ব ঠিক ততটা 
যতটা দূরত্ব দিনের সাথে রাতের।

ক্রমান্নয়ে দূরত্ব আরও বেরেই চলছে,
আমি যত কাছে যেতে চাই 
ততই দূরে সরে যাচ্ছো তুমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন