মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

মৃত্যূর পূর্বে

এই তো আর ক'টা দিন বাকি
তারপর মৃত্যূর সাগরে আমি নৌকা ভাসাবো,
পাড়ি জমাবো যেখানে প্রাণের শেষ।
জীবনের নৌকাকে গাঁটে লাগিয়ে
হাত ধোঁবো জীবনের গোলকধাঁধা হতে।
বেঁচে থাকার বিষাক্ত স্বাদ নিয়ে
আমি একাকী চাঁদ হতে চাইনা,
আমি সূর্য হয়ে সবকিছু জ্বালিয়ে পুরিয়ে দিতে চাই।
তিলে তিলে জ্বলত্ব মোমবাতির মতন নিঃশেষ হতে চাই,
কয়েকটা দিনের জন্য সবাইকে দেখিয়ে দিতে চাই আমিও জীবন্ত প্রাণী ছিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন