মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

আমার আমি

অন্ধকার আমার পথ
পথের অসংঙ্গিত গানে,
কি আছে আমার ভেতর 
এই কথাটি কি কেউ জানে।
জানে কি কে আমি
কি আমার আসল রূপ,
মনের ভেতর দীর্ঘস্থায়ী
অশ্রুঝরা জলকূপ।
কেউ কি জানে হাসি আমি
কি কারণে কোন পথে,
বাঁধা আসলে আসুক বাঁধা
চলবো আমি নিজ রথে।
বলবো আমি যা বলেনা কেউ
চুক্ষুলজ্জা দেয়া বাঁধা,
স্নান করবো নোংরা জলে
গায়ে মাখিয়ে কাঁদা।
ভয় দেখায় দুষ্টু সমাজ
ভয় দেখায় পরিবার,
ধর্মের নেই কর্ম
মানি আমি যা আমার।
মানি নিজেকে নিজেই আমি
নিজেই নিজের ধাতা,
মৃত্যু আসবে ধ্বংস নিয়ে
ঝরবে গাছের পাতা।
যে গাছের সবুজ পাতা
জপে আমার নাম,
বেকার মনের সারক্ষণ
যুক্তিহীন কাম।
ভবিষ্যৎ কি জানি না
মানি না যা অদৃশ্য,
গড়বো আমি নিজের হাতে
নিজেই নিজের বিশ্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন