আমি মানুষ নই, আমি পশু নই,
মানুষ্যত্ব ও পশুত্ব,
এই দুইয়ের মধ্যবর্তী স্থান হলাম আমি।
আমি সব জানি, অথবা আমি কিছু জানি না,
আমি জানতে চাই না, জেনেও জানি না।
মানবতা কি? আমি জানি না,
হিংস্রতা কি? আমি জানি না।
আমি অন্যের দুখে তার পাশে দাঁড়াই না
আমি অন্যের কষ্টে তার সাথে কাঁদি না
আমি অন্যের সুখে তার সাথে হাসি না
আমি অন্যের আনন্দে নিজের আনন্দ খোঁজি না।
আমি অন্যকে স্বপ্ন দেখাই না
নিজেও স্বপ্ন দেখি না।
আমি ঘুমাই না
ঘুমায় আমার দেহ,
আমি ক্লান্ত হই
ক্লান্ত হয় না আমার মন।
আমার চরিত্র
আমি মন্দ, আমি উত্তম,
আমি দিন, আমি রাত,
আমি স্বার্থপর, আমি সদাশয়,
আমি মিথ্যুক, আমি মিথ্যা,
আমি সত্য, আমি সত্তা।
আমি কবি, আমি ছন্দ,
আমি ছাত্র, আমি শিক্ষক,
আমি ধর্ম, আমি কর্ম,
আমি মেঘ, আমি বৃষ্টি।
আমি কে, আমি কি,
কি চাই, কি পাই?
প্রশ্ন খোঁজি, উত্তর খোঁজি
নিজেকে খোঁজি।
আমার ভেতর নতুন এক "আমি"কে খোঁজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন