সখী ভালবাসা কারে কয়,
ভালবাসা কি শুধু অভিনয়।
ভালবাসা কি শুধু দুই মানব,
নাকি সারা পৃথিবী
যা কিছু আছে সব।
ভালবাসা কি আবেগের বীজ,
নাকি একান্ত সম্পদ, তোমার নিজ।
ভালবাসা কি আকাশের নীল,
কেড়ে দেয় ছিনিয়ে
হায়েনা শুকুন চিল।
ভালাবাসা কি মিষ্টি কথা
বুকের দীর্ঘশ্বাস,
ভালাবাসা কি দুই পথিকের
এক পথে স্বর্গবাস।
ভালবাসা কি কবির লেখা
পাখির ডানার কবিতা,
স্বাধীন আকাশে উড়ে স্বাধীনতা
ভালবাসায় পূর্ণতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন