জীবনের গোপন কথাগুলো
কোথায় লিখে রাখি,
না বলা কথাগুলো
আজও বলার বাকি।
শত কথা বলি নিশিতে দিনে
তবু বলা হয় না গোপন কথা,
জেগে জেগে কেঁদেছি
জানি না কেন অযথা।
ফুরিয়ে গেছে বিষাদের রাত
সাথে আমিও ফুরিয়ে গেছি,
গোপন কথা মনেতে রেখে
গোপনে কষ্টে আছি।
বলিনি কখনো, কেউ জানে না
জানবেনা হয়ত,
কত কথা রেখেছি মনে
লুকিয়ে রেখেছি গুপ্ত।
সুপ্ত মনের কাকতারুয়া
গোপনে মরে যাবে,
বাসনা যত স্বপ্ন তত
তাতেই কষ্ট সবে।
লিখতে গিয়ে তমে যায় কলম
ঝরেনা তার কালি,
কালির বদলে রক্ত ঝরে
ভিজে মনের চূঁড়াবালি।
আমিও সই যন্ত্রণা নিরবে
মরি গোপনে বারেবার,
বেঁচেও বাঁচি না গোপন কথা
ছিঁড়ে খায় শতবার।
আমি তো আর নেই আমি
চলে গেছে চাকচিক্য,
বেকার লাগে নিঃস্বতায়
নিঃস্ব পাথরের বক্ষ।
আমি না হয় বলবো একদিন
গোপন কথার রহস্য,
সেইদিন কি আবার ফিরে পাবো
বেঁচে থাকার উৎস।
যদি না পাই সেই কারণে
এই প্রাণ চলে যায়,
দূঃখ নেই হে আমার প্রিয়
মনে রেখো আগেই বলেছি বিদায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন