চোখ বন্ধ করিলে দেখি তোমার চোখ,
ভালো লাগিল অন্তর-আত্মায়
আসিল প্রেম অসুখ।
সে অসুখে ঘুম আসে না
সময় হয় না পাড়,
ভাবনার জানালা যায় খোলিয়া
কল্পনায় দেখা পাই তোমার।
তুমি আসিয়া এক চিলতে হাসিয়া
ভাসাইয়া দেও মোরে,
আমি উম্মাদ তোমার প্রেমে
আসিতে চাই তোমার হৃদয় ঘরে,
ফুল হইয়া ফুটিতে চাই
প্রভাতে তোমার দ্বারে,
বৃষ্টি আসিলে ভিজিবো আমি
লুকাবনা প্লাবনে ঝড়ে।
হাত বাড়াইয়া তুমি ধরিবে
নিবে এক বুক শ্বাস,
সুগন্ধে মোরে না জড়িয়া ধরিলে
হইবেনা প্রেম হ্রাস।
তোমারও বুকে প্রেম জাগিবে
একদা আমার নামে,
সেইদিন তুমি আসিবে কাছে
নীল রঙ্গের খামে।
আমি খোঁজিবোনা চিঠি,
খোঁঁজিবোনা জোঁনাকি পরী
যাহা জ্বলে যায় মিটিমিটি।
আমি খোঁজিবো উষসীতে
প্রেমের দরিয়ায় খোঁজিবো
আবারও এক চিলতে হাসি,
বলিবো শীগ্রি আমি
আমি তোমাতে ভালবাসি।
করিবো না দেরি
প্রেমের বিরহ লাগে না ভালো আর,
প্রেমের নিবেদন শুনিয়া তুমি
করিও না বন্ধ দ্বার,
ভালবাসিও মোরে
আমি বাসি তোমায়
না বাসিলেও অভিনয় প্রেমের
করে যেও একবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন