গল্প লিখতে গিয়ে শেষ পর্যন্ত গল্প লেখা হল না
ভাবলাম গল্পের শুরুটা হবে আমার গল্পের আলোকে
শেষের দিক হবে ভিন্ন।
গল্পের মধ্যে থাকবে আমার গল্প, তোমার গল্প,
দুজনের ছোট্ট ছোট্ট ভালো লাগার গল্প,
ভালবাসার গল্প।
গল্পের মধ্যে একটা মোড় থাকবে
সেখানে তুমি হারিয়ে যাবে,
আমি একা হয়ে কিছু সময় কাটাবো
আমি কাঁদবো, ভেঙ্গে সবকিছু চূঁরমার করবো।
তারপর একদিন তুমি ফিরে আসবে
নিজের হাতে মুছে দিবে আমার চোখের অশ্রু।
কিন্তু গল্প তো গল্পোই,
আমার বাস্তব আমার গল্পের বিপরিত।
নিজের বাস্তব দেখে নিজেরি কান্না পায়
তাই গল্প লিখতে গিয়েও গল্প লেখা হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন