জেগে জেগে প্রহর গুনি
পথের পানে চেয়ে,
ঘুমিয়ে আছে গভীর ঘুমে
বাচাল সেই মেয়ে।
যে মেয়ে কথা বলে
অবিরাম অবিরত,
শুনতে চাই জানা অজানা
কথা তার রয়েছে যত।
বলো মেয়ে কথা তোমার
কথার পিঠে চেপে,
শুনবো তাই সব কথা
চন্দ্র তারায় মেপে।
ঘুমের দেশে ঘুমের ঘোরে
তোমার চলাচল,
এই মেয়ে একবার তুই
কথা খোলে বল।
চুপ হয়ে চুপটি মেরে
ঘুমিয়ে আছে সে,
ঘুমিয়ে আছে গভীর ঘুমে
বাচাল সেই মেয়ে।
মেয়ে তোমায় ডাকি আমি
মধ্য এই রাতে,
কবিতা লিখি তোমার জন্য
কলম নিয়ে হাতে।
কথা বলে আমার কলম
তোমার কথার জন্য,
তোমার কথায় বেকুল আমি
হয়েছি তাই বন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন