মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

তোমাতেই প্রেম ৬

ভালবাসি এই ছোট্ট কথা বলবো তোকে আজ,
তোর জনে্য ছেড়ে দেবো সকল কর্ম-কাজ।
সারাদিন তোর প্রেমে গেয়ে যাবো গান,
ফুল দিবো যখন তখন করবি অভিমান।
রোজ রাতে কথা বলবো দীর্ঘ সময় ফোনে,
ভালবাসি মিষ্টি সুরে বলবো তোরি কানে।

তোর অপেক্ষায় রাত্রি জেগে ফুরাবো সারারাত,
দেখা হলে শক্ত করে ধরবো তোর হাত।
প্রেমের পরীক্ষা নিবি তুই বারবার অবিরত,
আমার প্রেমে ভালবাসা মাপা যাবেনা রয়েছে কত।

বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজবো দুজনে একসাথে,
ভালবাসি বলবো তখন মনের গভীর স্থান হতে।
হাঁটবো দুজনে একসঙ্গে একই পথের একধারে,
মিষ্টি প্রেমের প্রলাপ হবে দুটি মনের এক সুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন