শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

অনাবশ্যক ভালোবাসা

আমি কারো ভালোবাসা চাই না,
আমি চাই না কেউ একজন আসুক আমার জীবনে,
চাই না সে এসে আমাকে ভালবাসুক,
আমাকে জড়িয়ে ধরুক। 

আমার কপালে তার হাত বুলানোর নেই কোনো প্রয়োজন,
নেই অযথা তাকে আমার চুমু দেয়ার প্রয়োজন। 

বিকেলে পথের ধারে একসাথে ফুচকা খাবো, 
অসম্ভব, আমি পারবো না।

প্রেমের মিষ্টি মিষ্টি কথা এইসব অযথা,
ভালো লাগেনা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা।

কি দরকার তার মিথ্যে রূপের প্রসংশা করা,
রোজ রাতে ঘুমের ঘোরে তার সাথে দেখা করা।

কি দরকার এইসবের, 
অপ্রয়োজনে রাত্রি জাগা,
তার ভাবনায় জল ঝরিয়ে চোখ লাল করা, 
গুরুত্বহীন যত কর্মকান্ড।

আমি চাইনা এইসবের, 
চাইনা প্রেমের রাজপথে দাঁড়িয়ে থাকি,
পারবো না শ্লোগান দিয়ে বলি 
ভালোবাসি তোমাকেই।

এইসব আমার কাজ না
আমি কারো প্রেমিক হতে চাই না
কারো ভালোবাসা তাও চাইনা,
আমি একাই নিজের জন্য ভালোবাসা জন্ম দেই,
আমি একাই পারি নিজেকে ভালোবাসতে।

কেন নেবো তাহলে অন্যজনের ভালোবাসা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন