সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

কবিতা নিয়ে ছড়া

লিখতে বসেছি ছড়া
লিখবো যা মনগড়া,
আজে-বাজে আসবে যা মাথায়,
লিখে যাবো কাঠপেন্সিলে
অংক কষার খাতায়।
অংক থাক এক পাশে
অন্য পাশে কবিতা,
কবিতা ছাড়া বুঝি না কিছু
কবিতাজুড়ে মধুরতা।
মৌ মাছি নয় তবু
মধুর সন্ধানে সন্ধানী,
কবিতা ছাড়া এই জীবন
বড্ড ভীষণ অভিমানী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন