অবাধ আকাশে মেঘ বালিকার দলে
অঝর ধাঁরায় ঝরছে বৃষ্টি,
জোঁনাক ডাকে সেই খুশিতে
জোৎস্না রাতে চাঁদ মিষ্টি।
রিমঝিম ধ্বনি শ্রবণগোচর
সাথে জোনাকের আহবান,
বর্ষার রাতে দু'য়ে মিশে এক
মিলন মেলার গান।
বৃষ্টির সূরে সপ্তসূর
ঝরছে অঝর ধাঁরায়,
অবাক জোঁনাক হয়ে নির্বাক
বিস্মিত চোখে তাকায়।
কান পেতে তার হয় শোনা
রিমঝিম বৃষ্টিতে বাজে নূপুর,
যার পায়ে সাজলো আজি
আলতা রাঙ্গা গ্রীষ্ম দুপুর।
ক্লান্ত জোঁনাক সেই প্রহরে
আশ্রয় তাকে দেয় বৃষ্টি,
ক্লান্ত জোঁনাক শান্ত মনে
দেখে অপরূপ তার সৃষ্টি।
স্নান হলো সেই জলে জোঁনাকের
যেই জল কথা বলে,
মাতাল হাওয়ায় মাতলো জোঁনাক
রিমঝিম বৃষ্টির চলাচলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন