রবিবার, ২ নভেম্বর, ২০১৪

দুরূহ বিদায়

চলে যাবার তাগিদে বারবার ফিরে আসি,
চোখের জলে নিজ নয়নে নয়ন ভাসিয়ে হাসি।
তারপরও বলি ভালবাসি দিবা-নিশি,
চন্দ্র-তারার মিলন খেলায় হাসে প্রেম রাশি রাশি।
নব যৌবনে প্রবীন মন শিশুতে রূপ নেয়,
বাদল দিনে মেঘলা আকাশ স্বপ্ন ভেঙ্গে দেয়।
শিশু মন পরে কাঁদে প্রবীন মনের উপদেশে,
নব যৌবনে গভীর বনে আঁধার আসে সর্বশেষে।
হিসাব-নিকাশ করে মন কবিতায় গল্প সাজায়,
মনের কষ্ট পথভ্রষ্ট নষ্ট হয়েছে হায়।
চলে যেতে চায় মন বিছিন্ন লোকালয়ে,
কিন্তু যাওয়া যায় না নিজ নয়নে নয়ন ভাসিয়ে দিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন