ভালবাসি সুখ, হাসিমাখা মুখ
ভালবাসি সবই,
আকাশের মেঘ, চোখ তুলে দেখ
কলম হাতে সেজেছি কবি।
হাতে রেখে হাত, কাটিয়েছি রাত
দেখেছি আকাশ নীল,
করেছিল মানা, দিয়েছিল হানা
স্বপ্ন যত স্পনীল।
সে ছিল বাঁধন হারা, বলেছি একটু দাঁড়া
দিয়ে যা একটু দেখা,
সময় হয়নি তার, কষ্টের সমাহার
চলে গেল সে একা।
আমায় নিল না সঙ্গে, রূপ তার অঙ্গে
রূপসী অভিমানী,
নিঠুর পরিচয়, ভাবের বিনিময়
কল্পনাতে রাজরাণী।
আমি ডাকি, প্রেম পাখি
ধরা দিয়ে যাও বুকে,
সে বলে, নিজের ছলে
পাবো না কেউ তাকে।
আমি কেন বলি, পুষ্প কলি
তুমি কি নও কারো,
সে বলে শোনো, স্বপ্ন কেন বুনো
কল্পনায় প্রেম কেন গড়ো।
আমি নউ তার, যে মেনে নেয় হার
যে কাপুরুষ-ভীতু,
আমি হব এক, রক্তাক্ত বিবেক,
হবো না প্রিয় ঋতু।
আমি শুনি তার কথা, যে লিখে যায় কবিতা
লিখে জীবনের গল্প,
তার কাছে আমি, বড্ড দামী
সহজলভ্য নই অল্প।
যে ভালবাসে, লুকিয়ে হাসে
নিরবে ভেজায় চোখের পাতা,
যে স্বপ্ন বুনে, দূরত্ব মানে
শোনে না বলা যত কথা।
যে নিরব, করে কলরব
করে যা অসাধ্য,
যার কাছে সুখ, ক্ষণস্থায়ী রোগ
যার কাছে প্রেয় নয় খাদ্য।
আমি হব তার, করবো পারাপার
হব তার স্বপ্ন বালিকা,
তার হৃদয় আমার বাড়ী, আমি হব তার নারী
আমার নিয়ে হবে তার সব লিখা।
তার জীবনে, তার প্রতিক্ষণে
আমি হব তার ছন্ধ,
সে লিখবে, অগুছালো স্বরে বলবে
আমাতে তার ভাবনা প্রবন্ধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন