মন বালিকার অবুঝ বড্ড
বুঝেনা কোনো বারণ,
অল্প বয়সে চঞ্চল সে
একটাই সেই কারণ।
মনের বয়স শিশু হয়ত
উদ্দিপনায় উড়ে পাখি,
বালিকা তোমার কৃষ্ণকালো
ভ্রুমর প্রিয় আঁখি।
গভীর ঘোরে ব্যস্ত অধর
পুষ্প স্মিগ্ধ স্পর্শ,
একে একে তোমার প্রতীক্ষায়
পালিয়েছে দীর্ঘ বর্ষ।
বালিকা তোমার চঞ্চল মন
স্থীর আমার মনে,
সেই ভাবনায় ভাবুক আমি
প্রেম দেখি মোর নয়নে।
সেই প্রেম দেখোনা তুমি
অবুঝ বালিকা হয়ত তাই,
রঙ্গ-তুলিতে তোমার বুলি
মনশ্চুক্ষুতে রোজ সাজাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন