বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

শেষ প্রহর

রাতের শেষ প্রহর
জেগেছে বাসনাময় ক্ষুদা,
গভীর নিশিতে শেষ প্রহরে
উত্তেজিত পীড়া।
নগ্ন চাঁদের আদরে আমি 
ভোগের ভোক্তভুগি,
শীতল স্থানে উষ্ণ ছোঁয়া 
কী করে বল রাখি?
দেহের খোলস সাপের মত 
বদলে যাক এক নিমিষে,
হবে খেলা দুটি দেহে 
রাত্রির প্রায় শেষেতে।
বন্ধ প্রসাদের বন্ধী জীবন 
পুষ্প বিছানায় রাখা,
প্রেম হবে ভালবাসাতে 
অন্য স্বাদে মাখা।
শেষ প্রহরে আমি-তুমি
আর কেউ নয় কাছে,
ঘন নিশ্বাসে গরম অনুভূতি 
শরীরের প্রতিটি ভাঁজে।
স্পন্দন বুকে
অট্টালিকার বহুতলা ভবনে,
কত যে আমি করেছি মিলন  
শেষ প্রহরে স্বীয় স্বপনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন