শনিবার, ২৪ মে, ২০১৪

ঘুম গুম

সাগর সৈকতে একটি কাঁকড়ার মত আমি
বারবার সাগরের দিকে এগিয়ে যাই।

সাগরের স্বাদ কেমন
সেই স্বাদের পিছনের রহস্য জানার জন্য 
সাগরকে দুই বাহুতে আলিঙ্গন করার জন্য 
বারবার আমি সাগরের দিকে এগিয়ে যাই।

কিন্তু অভাগা স্মৃতি
সাগরের স্রোতে সৃষ্ট ডেউয়ের মত পাড়ে এসে 
ধাক্কা দিয়ে পিছনে টেনে নেয় আমায়।

আমি সাগরকে যুদ্ধের রণক্ষেত্র ভেবে 
নিজেকে সাহসী যোদ্ধার মত প্রস্তুত করি,
আবার সাহস যোগাই সাগর ছোঁয়ার বাসনা নিয়ে।

নির্দয় সাগরের মনে দয়া নেই
সে বারবার আমাকে ধাক্কা দিয়ে 
ফেলে দেয় পিছনে,
যেখানে আমি আমাকে খোঁজি না।

আমি খোঁজি সেই সৃষ্টিকর্তাকে 
যিনি গড়েছেন আমার সম্মুখীত 
অবাস্তব স্বপ্নের পথভ্রষ্ট রূপ।

পরিণামে যিনি দিয়েছেন আমাকে 
নিরানন্দ তিমিরে ঘুম আচ্ছন্ন চোখে 
ঘুমহীন হয়ে থাকার অনাসৃষ্টির ত্তজস্বিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন