আমার মনের শত রূপকথা
কী করে বলবো মানবের ঘরে,
রংধনু হয়ে হাহাকার শুধু
গভীর মনের ছোট্ট নীড়ে।
বৃষ্টি হয়ে পরলো ঝড়ে
ভাঙ্গা কাঁচের টুকরো,
কি করে বলি আমার মনে
বসত করে বৃত্তকার এক চক্র।
কত কথা বলে হাজারো ভাবে
হাজারো সূরে মনের মানব,
আপন জাদুতে বানালাম তাকে
বিলিয়ে নিজের যতসব।
শিখিয়ে দিলাম তাকে অতি আদরে
সৃষ্টার সৃষ্টির লুকায়িত মন্ত্র,
বলে দিলাম সেই সাথে কী রূপে
ধ্বংশ হবে যন্ত্র মানবের যন্ত্র।
আমার মন্ত্রে আমারি যন্ত্রে
মনের মানব করলো মন্ত্র প্রয়োগ,
এক মন্ত্রে মাটির দেহে
অস্থিত্ব প্রানের বিয়োগ।
আগে যদি জানতাম প্রানের সখী
করবি তুই ছলনা,
বন্ধী করে পাখীর খাঁচায়
রাখতাম প্রেমের বাসনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন