শনিবার, ২৪ মে, ২০১৪

কাছে আয় মৃত্যূ

বিষাদের কালো রাতে 
একলা আমি হারিয়ে ফেলি জীবনের মানে।

জীবনের গতিপথে সঙ্গীহীন পিপীলিকা আমি 
একাই হেঁটে বেড়াই আপন নিজ অক্ষে,
ঠিক ঐ পৃথিবীর মত।

ঘুড়ে ঘুড়ে ঘুড়তেই থাকি লাটিমের গতিতে,
যখন গতিশূণ্য হয়ে বিশ্রাম নেই 
তখন হিংস্র একাকীত্ব বিষধর গোখরো সাপ হয়ে
ছোবল মারে আমার পায়ে।

আমার পায়ে বিষের বিষাক্ত পদার্থ 
এক তলা হতে দু'তলায় উঠার চেষ্টা করে।

দু'তলা আমার প্রাণ পাখি 
আমার অন্তর আত্মার বাসভবন,
আমার অন্তর আত্মা আমার ক্লান্ত দেহ 
শান্ত করার প্রয়াসে ব্যস্ত থাকে।

তারই প্রয়াসে বিষধর গোখরোর বিষাক্ত বিষ 
মিশে যেতে চায় এক নিমিষে।

আমি না হয় শরীরের বিষ 
রোদে শুকিয়ে শুকনো কাদার মত 
চূণর্-বিচূণর্ করে ফেলবো
আমার চার আনা মূল্যের 
খেলনার দেহ হতে।

কিন্তু আমার ষোল আনা মূল্যের অন্তর আত্মাকে 
পরিশুদ্ধ করবো কি দিয়ে
বিষাক্ত বিষের কালো যাদু হতে।

আমার অন্তর আত্মার হাহাকার 
আমার সহ্য হয়না,
আমি নিকৃষ্ট একজন মানব
আমি কোন পাথরের কণা নই।
আমার মধ্যে এত যন্ত্রণা,
এত বিরহ-ব্যথা সহ্য করার সার্মথ্য নেই।

তারচেয়ে বরং মৃত্যূকে আমি 
সহজে বরণ করতে রাজী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন