বিধাতা এ তোমার কেমন লীলা,
যে দিকে থাকাই পাই চুড়াবালির ডেলা।
সেই চুড়াবালিতে পা পিছলিয়ে
পেলাম চোখের পাতায় আঘাত,
কত কাটাবো হিজাবের আড়ালে
সূর্য লুকিয়ে রাত।
হাত থেকে পড়ে কাঁচের মত
ভেঙ্গে যায় সহজে ঘুম,
রক্তাত অবস্থায় দেহ পাই পাশে
শঙ্কা-ভয়ে কাঁটা দিয়ে উঠে লোম।
বাতাসে নৌকা উড়িয়ে হিমালয় ফেলিয়ে
চলে যেতে ইচ্ছে হয় অন্য কোথা,
সেখানে পায়ে থাকবে না বাঁধা
দড়ি নামক শক্ত সুতা।
হাতে থাকবেনা হাতকড়ি,
বেলাভুমিতে ফলিয়ে ফসল
ভেঙ্গে ফেলবো যেখানে দেয়ালের ছড়াছড়ি।
জ্বালিয়ে ফেলবো সব জ্বালানি দিয়ে
চার কোণায় জ্বলবে আগুন,
নয় মন্দ পান্তা আনতে
ফুরিয়ে যাক নুন।
তারপরও কখনো বিধাতার সাথে
বসবোনা সমঝোতায়,
ফিরিয়ে দাও পূর্বেকার জীবন
পূর্বের আমি আমারি এক কথায়।
দাবি বললে বলবো দাবি,
খোলো সিন্দুক খোঁজো উত্তরের চাবি।
প্রশ্ন একটাই কেন বানালে নারী
বানালে যখন বানালে তখন
দিলে চুড়াবালির ক্ষমতা,
কেন তোমার এত লীলা
উত্তর দাও বিধাতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন