শুক্রবার, ৩০ মে, ২০১৪

মনে তোমায় পড়লে পরে

কোন এক অবেলায় 
অথবা কোন এক সন্ধ্যাতারায়,
যদি তোমাকে পড়ে মনে 
হারিয়ে নিজেকে অজানায়।
সবুজ বিস্তৃণর্ খোলা মাঠে 
রাখালিয়া বাশি নিয়ে হাতে,
যদি তোমাকে মনে পড়ে 
আলো-আঁধারের সংঘাতে।
অথবা কোন এক পুরনো দিনে
কোন এক ছলনার আশ্রয়ে,
যদি মনে পড়ে তোমায়
কাঁদবো না  কথা দিলাম শিশু হয়ে।
অথবা আবারো কোন এক চাঁদের নিচে
সাক্ষাত যদি হয় জোছোনায়,
চিনেও তোমার অচেনা হব
মনেতে না পড়ার বাহানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন