আমি ইহকাল-পরকালের মধ্যখানে
চিরকাল থাকতে চাই।
অমর বা অবিনশ্বর হয়ে নয়,
মৃত বা নশ্বর হয়ে নয়,
আমি ইহকাল-পরকালের মধ্যে
থাকতে চাই জীবিত লাশ হয়ে।
পৃথিবীর ভোগ-বাসনা
লোভ-লালসা হতে দূরে,
পরকালে মৃত্যূর পর
স্বর্গ-নরখের কামনা হতে দূরে।
আমি চিরকাল থাকতে চাই
চন্দ্র-সূর্যের মধ্যখানে।
কড়া রোদ হয়ে
কিংবা চাঁদনী রাত হয়ে নয়,
থাকতে চাই নাতিশীতোষ্ণ হয়ে।
আমি সুখ-দূখের মধ্যখানে থাকতে চাই
কারো মুখে হাসি হয়ে নয়,
নয় কারো দূঃখ হয়ে।
সুখ-দূঃখহীন মসৃণ মুখমন্ডল চাই হতে।
আমি চাওয়া-পাওয়ার মধ্যখানে
থাকতে চাই জীবনবর।
চাওয়া-পাওয়ার হিসেব হয়ে নয়,
ভোগ, চাহিদা বা যোগানের রেখা হয়ে নয়।
আমি চিরকাল থাকতে চাই
না পাওয়া, না চাওয়ার বিবেক হয়ে।
সর্বস্তরে-সর্বখানে চিরকাল মধ্যস্থানে
আমি চাই মধ্যবর্তী হতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন