বুধবার, ১৪ মে, ২০১৪

অপেক্ষার ষড়ঋতু

চলে গেলে তুমি চৌরাস্তার মোড়ে আমায় একা ফেলে
যাবার আগে বলেছিলে আবার আসবে ফিরে,
সেই অপেক্ষায় আমি রইলাম জেগে 
পথে ধারে ভাঙ্গা নিড়ে।
দিন পাড় হল, পাড় হল রাতের
তবু তুমি এলেনা, এল কাছে গ্রীষ্ম,
উপহার দিল আমাকে উত্তপ্ত সূর্য।
ভেসে গেল আমার অশ্রু কাল-বৈশাখী ঝড়ে,
ঘরশূন্য আমি রইলাম চৌরাস্তার মোড়ে।
চলার পথে বন্ধু হয়ে কাছে এল বর্ষা,
আমার শোকে কাঁদলো সে
মেঘাচ্ছন্ন আকাশ দিল ভরসা।
ভাদ্র-আশ্বিনের কাঁধে চড়ে আসলো শরৎ
মনের আকাশ হল পরিচ্ছন্ন,
তুমি আসবে ফিরে সাদা মেঘের জন্য।
সেই মেঘের পিছু পিছু এলে না তুমি
বরং এল হেমন্ত,
নবান্ন উৎসবে উঠলো মেতে কৃষাণীর আনন্দ।
সেই আনন্দে পাতাহীন গাছে দেখা দিল শীত,
কুয়াশার চাদর গাঁয়ে জড়িয়ে গাইলাম অপেক্ষার গীত।
আমার সুরে সুর মিলালো গায়ক পাখি কোকিল,
সেই সুরে ঋতু রাজ বসন্ত খোঁজলো তাহার মিল।
ফুলে ফুলে পরিপূর্ণ চৌরাস্তার মোড়,
পূর্ণ চাঁদের সাথে হল দেখা
তবুও তুমি অনেক দূর।
একে একে বিদায় নিলো ছয়টি ঋতু
তোমার অপেক্ষায় তুমি আসলে না ফিরে,
পুরনো চৌরাস্তার মোড়ে।
ছয়টি ঋতু  হয়ত আবার ফিরে আসবে
কিন্তু তুমি কখনোই ফিরবেনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন