কী করে আমি বলবো তোকে
ভালবাসি তোকে কত,
ভালবাসার পরিমাণ যদি তুই জানতি
আমাকেও বাসতি তত।
কিন্তু কেন অবুঝ তুই
বারবার জানতে চাস,
আমার বুকে ভালবাসা
বেশি নাকি হ্রাস।
কি করে বল বুঝাই তোকে
পাইনা মুখে ভাষা,
কোন ভাষায় বলবো বুকে
সবই তোরই ভালবাসা।
তুই যদি চাস দলিল করে
মালিকানা করবো হস্তান্তর,
লিখে দেবো ভালবাসা
চিরস্থায়ী তোর।
তবুও যদি ভালবাসার পরিমাণ
আবার জানতে চাস,
মহাদেবের সেই কবিতায়
করবো বস-বাস।
বলবো তখন যখন তুই
জানতে চাস কত ভালবাসি,
অন্ধকারে লুকিয়ে মুখ
আমি নিজের মনেই হাসি।
"ভালবাসার পরিমাণ" আমার এই কবিতার শেষের দুই লাইন কবি মহাদেবের "তুমি যখন প্রশ্ন করো" কবিতা হতে নিয়েছি. মূলত আমার লেখা এই কবিতা কবি মহাদেবের কবিতার ছায়া অবল্বনে লেখা, তবে অর্থগত তারতম্যে দুটি ভিন্ন দুটি কবিতা.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন