বউয়ের মতন সাজিয়ে তোকে
সাত পাকের বাঁধনে রাখবো বেঁধে,
ফুলের সাথে ভালবাসা
এক সুতোয় রাখবো গেঁথে।
অগ্নি-কে সাক্ষী রেখে
তুমি আমি হলাম এক,
সাত পাকে প্রেম আমাদের
অন্যভাবে না হয় দেখ।
আজকে তোকে কথা দিলাম
বউ ডাকবো ভালবেসে,
আমার জন্য আজকে তুই
সিঁদুর দিবি মিষ্টি হেসে।
সাত পাকে তুমি আমি
থাকবো বেঁধে যুগান্তর,
তোর কপালে লাল সিঁদুর
জিয়ন্ত থাক কালান্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন