বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

বন্ধী জীবন

ধর্ম, সমাজ, সর্ম্পক, 
আবেগ, বিবেক, প্রেম এবং নিয়তী,
এই সাত রঙ্গের সাতটি দেয়ালে সীমিত আমি।
গোলাকার বৃত্ত হয়ে আমার চারিপাশে 
তাদের শক্ত অবস্থান,
আমি মধ্যখানে ঐ বৃত্তের ভেতর আটক,
আমায় ঘিরে বৃত্ত, আমি বৃত্তের কেন্দ্রবিন্দু।
ইচ্ছে হলেই পারি না আমি 
বৃত্তের বাহিরে পা দিতে,
স্বপ্ন দেখলেই আমি পারি না 
গ্লাসে স্বপ্নের সাথে বাস্তব মিশিয়ে খেতে,
আশা জাগে একের পর এক, আশাতে আসে নিরাশা 
কারন বৃত্তের পরিভাষা, তবুও খোঁজি একটু ছিদ্র 
বৃত্তের গোলাকার কাঁটাতারের আবদ্ধ হতে 
বেড়িয়ে আসার তাগিদে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন