বুধবার, ৭ মে, ২০১৪

ব্যাকরণে আমার ব্যবহার

একদিন আমি মাতাল হব 
পান করে মদ,
ভুলে যাব ব্যাকরণ
সমাস সন্ধি পদ।

যতি চিহ্নের আজিকে 
হবেনা ব্যবহার,
ধাতুর সাথে মিশিয়ে খাবো 
কাঁচা আমের আচার।

ক্রিয়ার কাল তিন প্রকার 
অতীত বর্তমান ভবিষ্যৎ,
পাগুটাদিপতি নিয়ে 
বিভক্তির মতামত।

ণত্ব-ষত্ব বিধান নিয়ে 
রচনা করিবো রচন,
সংখ্যা নিয়ে গবেষণা 
করিলো পন্ডিত বচন।

ভাব-সম্প্রসারণ কী আবার
ভাষা কাকে বলে,
গুরুচন্ডালী দোষে দূষিত কবিতা
আজকে কেমনে চলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন