আমার আকাশের ঘুড়ি
সুতো চিরে চলে গেলি অন্যের আকাশে,সেখানে তুই তোরি মত সুখ পেয়েছিস
আমায় ছেড়ে অন্যের ভালবেসে।
আমার যে এখন তোকে ছাড়া আসেনা ঘুম
চোখের পাপড়িতে জমে শিশিরবিন্দু হয়ে জল,
উত্তর দে প্রশ্ন করি তোকে
আমার আকাশ ছিল কি ছোট বল।
প্রিয় সাথী আমার, প্রিয় পাখি, আমারি প্রিয় প্রিয়া
আর কতকাল, কত বছর-মাস এভাবে থাকা যায়,
তোকে ছাড়া রাত্রিজুড়ে আমার
ঘুম না চোখে আয়।
আমি যে এখন ঘুমোই না
জেগে থাকি প্রশ্ন নিয়ে,
আমার ভেতর-বাহিরের সাথে বলি কথা
প্রশ্ন করবো কি দিয়ে।
আমি যে যাকে চেয়েছি বেশি
নিজের জীবন হতেও বেশি,
তাকে চাই আজও কাছে
আজও চাই আমার একাকিত্বের পাশে পাশাপাশি।
ইসস, আমার প্রাণের প্রিয়া
আবার কি তুই আসবি ফিরে,
ফিরে আয় আমার আকাশে
ঘুম না নিলেই বা কেড়ে।
হয়তোবা তুই আসবি না
তুই আছিস ভাল অন্যের ভালবেসে,
অনুরোধ করি তোকে তুই না আসলে
ফিরিয়ে দে আমার ঘুম সবকিছুর সর্বশেষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন