বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

আকাশ ক্রয়ের ভাবনা

আকাশ কিনিবো বলে করিয়াছি পণ,
সে যে বহু অমূল্য রতন।
কত কিছু, কত মেঘ, অদৃশ্য বায়ু,
হেথায় সেথায় পাড়ি জমায় বিশ্বের জরায়ু।
উড়ন্ত পংখীর উড়ন্ত ডানায় ছোঁয়া দেয় রামধনু,
অগ্নিমূর্তির অগ্নিশিখা দ্বিতীয় নাই কোনো।
নীল বর্ণের আবরণে উদার পরিচয়,
কিনিবো তাহাকে সম্ভব যদি হয়।
আকারে বৃহৎতম, সীমাহীন সীমানা,
চন্দ্রলোকের ঠিকানা কোথায়, আসলেই অজানা।
যদি জানিতাম তোর বসতি, কোথায় আছে, কোন দেশে,
আজি যায়িতাম বেড়াতে খরিদ্দারের বেশে।
গিয়ে বলিতাম চুক্তি করিবো আকাশ ক্রয়ের দায়, 
যে আকাশে কাগজের ঘুড়ি সুতা চিঁড়িয়া যায়।
আমিও যদি হইতাম ঘুড়ি, হারিয়ে যায়িতাম নীলে,
সঙ্গী হয়ে হিংস্র পক্ষী শকুন, ঈগল, চিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন