মৃত্যূর পর আমার মৃত দেহ
রেখে দিও দক্ষিণের জানালার ধারে,
আমি চাই আমার মৃত দেহতে
দক্ষিণা বাতাস লাগুক,
বাতাসে শীতল দেহ আরো শীতল হয়ে যাক।
আমি চাই আমার মৃত দেহের পাশে
ছোট চড়ই পাখি গুণগুণ করুক,
গুণগুণিয়ে একসময় পাখিটি হারিয়ে যাক।
আমি চাই বড় রাস্তা ধরে
একটি গাড়ি আমার দিকে এগিয়ে আসুক,
গাড়িতে বসে যেন কেউ আমায় জীবিত ভেবে
একাধারে হাতছানি দিয়ে যাক।
আমি চাই মাঝরাতে বৃষ্টি হোক,
বৃষ্টি হলে বৃষ্টির পানি আমার মৃত দেহতে পড়ুক,
জ্বর উঠলে উঠুক, আমি চাই সারা দেহ
বৃষ্টিতে ভিজে যাক।
পর দিন সকাল হলে ভোরের প্রথম আলো
এসে আমার দেহতে লাগুক,
শুনেছি ভোরবেলা সূর্যের প্রথম আলো স্বাদে মিষ্টি
সেই মিষ্টি স্বাদে আমার মৃত দেহ জ্বলসে যাক।
তীব্র গরমে মৃত দেহতে ঘাম ঝড়ুক,
প্রয়োজন হলে ঘামের সাগরে গোসল হয়ে যাক,
পরে দেহ শুকিয়ে গেলে, ভীষণ শুকিয়ে গেলে
দক্ষিণা জানালার ধারে আমার মৃত দেহ পচুক,
পচে বিলীন হয়ে যাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন