জীবন যোদ্ধে আমি এক পরাজিত যোদ্ধা,
নই জীবিত, নই তবু মুর্দা।
নই ভূমির আবরণে, নই ভূমির স্তরে,
নই প্রাণী প্রাণে, নই লাশ, যা হয়ে যায় মরে।
নেই আশা-ভালবাসা, নেই এক মুঠো আকাশ,
নেই কথা, নেই ব্যথা, শূন্যতায় বসবাস।
খালি লাগে শূন্যস্থানে, কোন বাক্যে বসবে সে,
তার প্রতিক্ষায় নিশি ফুরায়, জানি না তবু আসবে কে।
অচেনা শহরে আমার প্রহরে আমি মরি প্রতিদিন,
সহজ-সরল রূপ-রঙ্গে ব্যস্ত জীবন খুব কঠিন।
হেসেও হাসি না, কেঁদেও কাঁদি না, অশ্রু নিয়েছে ছুটি,
মুখে নিয়ে নকল হাসি, মিটে গেছে সব খাঁটি।
বেঁচে আছি অভিনয়ে, মন তবু মৃত,
কথার ভীড়ে পা পৃষ্ট হয়েছি অজানিত হবে যত।
প্রশ্ন মনের দেয় না উত্তর, উত্তর দেয় প্রশ্ন,
দূঃখ নেই একবিন্দু, তবু দুঃখী কীসের জন্য ?