পরিবেশ এখন শান্ত,
বাহিরে বৃষ্টি ভেজা বাতাসের আসা যাওয়া,
চারিদিকে পরেছে নিরবতার নিরর আলোরন,
নেই এখন এক চুল পরিমাণ শব্দ,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
পরিবেশ প্রতিকূলতার ছায়া মুক্ত,
সূর্যের কড়া রোদ্দুর হয়েছে ক্লান্ত,
দিনের আলোর ঘটেছে অবসান,
নেই এখন পৃথিবীতে কর্ম ব্যস্ততার চিহ্ন,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
সময় এখন মধ্য রাত,
আমার প্রিয় মানুষেরা এখন গভীর ঘুমে,
উনারা ঘুরে বেড়াচ্ছেন নিজেদের স্বপ্ন জগতে,
নেই এখন তাদের মধ্যে নিদ্রাহীনতা,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
আমার বিড়াল ছানাটিও এখন চুপটি মেরে ঘুমাচ্ছে,
মা বিড়ালটি চলে গেলে ছানাটিকে একা ফেলে,
সে আসবে ভোরবেলা তার ছানাটির সাথে দেখা করতে,
নেই এখন মা বিড়াল ও ছানাটির মধ্যে তেমন আদরের সম্পর্ক,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
পাহারাদার কুকুরগুলা পাহারা দিচ্ছে সমগ্র এলাকা,
কুকুরেরা পায়চারি করছে প্রতিটি বাড়ির সম্মুকে,
দলবদ্ধভাবে তারা করে যাচ্ছে তাদের কাজ,
নেই এখন তাদের মধ্যে ঝগড়া,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
ঘরের সামনের রাস্তা এখন নিরব,
রাস্তাগুলো মানুষের গন্ধ শূন্য,
সেখানে চলছে না কোনো যানবাহন,
নেই এখন বাতাসে সেসব যানবাহনের মিশ্রিত কালো ধোঁয়া,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
জানালা দিয়ে দেখলাম রাস্তার পাশে দোকানটি বন্ধ,
দোকানের প্রবেশ ফটকে ঝুলে রয়েছে বিশাল একটি তালা,
শুধু দোকানের সম্মুকে লাগানো রয়েছে আকর্ষণীয় যত পোস্টার,
নেই এখন সেসব পোস্টার দেখে সমালোচক খরিদ্দারের উপস্থিতি,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
জানালা দিয়ে দেখলাম আমি আরও অনেক কিছু,
দেখলাম রাতের অন্ধকারের রং কালো,
সে অন্ধকারকে আলোকিত করেছে রাস্তার পাশের বৈদ্যুতিক বাতি,
নেই এখন শুধু সেই বৈদ্যুতিক বাতির খুঁটির নিচে দাঁড়ানো চানাচুরওয়ালাটি,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
অবশেষে ফিরে গেলাম আমার অগোছালো বিছানায়,
যার চারপাশে দন্ডায়মান রয়েছে চারটি দেয়াল,
এবং চারদেয়ালের এক কোণায় আমার অবস্থান,
নেই এখন শুধু আমার মধ্যে ঘুমের চাহিদা,
আর এমন এই সময়ে আমি আটক চারদেয়ালের তৈরি শয়ন কক্ষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন