সময় চলে যাচ্ছে দ্রুতবেগে,
রাগান্বিত সময় রাগ-অভিমানেরেগে।
সময় পায়না তার কাম্য সম্মান,
মানবজাতি দেয়না সময়কে মর্যাদা
যেন মানুষেরা কৃপন ও পাষাণ।
আসবো বলে কেউ আসেনা সময় মত,
করবো বলে করেনা কেউ হাতের কাজ ফেলে রেখেছে যত।
সময় জ্ঞানে অভাবি মানষ, সময়ে করেনা সময়ের কাজ,
বেহায়া মানুষ তারা, নেই কোনো লাজ।
সময়ের এখন একটাই দাবি, সময় চায় তার কাম্য সম্মান,
মানবজাতি সময়কে দেবে মর্যাদা, পরিমানে উচ্চ পরিমান।
অলস হয়ে কেউ আর কাঁটাবেনা সময়,
দূর হবে মানব হতে অলসতার পরিচয়।
খোলবে সাফল্যের দোয়ার, পূর্ণ হবে সময়ের দাবি,
যেখানে সময় জ্ঞান সাফল্যের চাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন