ধরণীর এই সুন্দর রূপ
নীল সাগরের ডেউ,
আকাশ পানে রয়েছে কে
জানো কী তোমারা কেউ ?
সর্বখানে কার হুকুম চলে
জানো কী মানবজাতি,
কার ইশারায় রাত্রি নামে
প্রভাতে না ফুরায় গতি ?
পাখীর কন্ঠে মধুর সুর
ভেসে আসে গান,
মাটির দেহে করেছে কে
প্রাণের অস্তিত্ব দান ?
গাছের ডালে ধরে ফল
জমিতে হয় ফসল,
মৃত্তিকায় ক্ষমতা কে দিয়েছে
নকল মুক্ত আসল ?
আশরাফুল মাখলুকাত হয়েছে সৃষ্টি
কার এই অবদান,
সৃষ্টা তোমার হবে না শেষ
সৃষ্টির গুণোগান ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন