শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

গল্প

গল্পের নেই শুরু, নেই শেষ
এবং গল্পটি অলিখিত,
গল্প চলছে তার নিজস্ব গতিতে
যেন গল্পটি জীবিত।

এই গল্পে নাট্যকার আমি
করে যাচ্ছি তাই অভিনয়,
কিন্তু আমি অসুখী এই গল্পের অংশ হয়ে
কারন গল্পটি শেষ হবার নয়।

গল্প চলছে, আমার অভিনয় চলছে
চলছেনা শুধু স্থিতিশীল ভুবন,
যেখানে গল্পের হয়েছিল প্রসার
সেখানে আজ সংলাপহীন জীবন।

জীবনটা তাই অচেতন
গল্পের নির্মম পরিহাসের শিকার,
কিন্তু এই গল্পের রচনা করেছি আমি
তাই জানাই নিজের উপর নিজে ধিক্কার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন