শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

সবুজ

আমার চারপাশে সবুজের সমারোহ
সবুজ মাট, সবুজ পথ, সবুজ গাছের সবুজ পাতা
সব মিলিয়ে এক মনোহরণ পরিবেশ,
জনমানবের কোলাহল মুক্ত এই সবুজ
যেন সবুজের ভিড়ে শহরের শেষ।

ভালো লাগে আমার সবুজের এই সমারোহ
ভালো লাগে সবুজের সজীবতা,
এর মাঝে আমি ভূলে যাই
আমার ছিল যত হীনতা।

আমি স্বাধীন সবুজের এই সবুজ রঙ্গে
আমি চাই সবুজের মধ্যে আপন ভুবন সাজাতে,
স্বাধীনভাবে ডানা মেলে সবুজের উপর বেড়াতে।
কেননা এই সবুজ প্রবাহিত বায়ুতে আমি পাই সবুজের ঘ্রাণ,
যে ঘ্রাণে উতফুল্ল আমার দেহ, মন ও প্রাণ।
এই সবুজের মধ্যে আমি ফিরে পাই আমাকে
কারণ আমি যে সীমিত জনমানবের অনচ্ছ নরখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন