শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

নিষিদ্ধ নারী

শত রুপে রুপবতি নিষিদ্ধ নারী,
যার রুপে উম্মাদ যুবক দেয় জলন্ত সিন্ধু পাঁড়ি।
যে নারীর বাহুতে গরম হাওয়া বহে বারোমাস,
যার সাথে মিলনে মনুষ্যত্বে সর্বনাশ।
যে নিষিদ্ধ নারী যৌবনে আবেগময়ী,
নিষিদ্ধতা তার শরীরে প্রতিনিহিত পরিচয়ী।
যার নেশায় যুবকের পশুত্ব জেগে উঠে যৌবন বাসনায়,
যুবক তাকে চায় শয়ন কক্ষে বিবস্ত্র অবস্থায়।
লোভী যুবক, সাথে নিষিদ্ধ নারী সর্বনাশা,
যে নারীর জন্য যুবকের জাগ্রত মন্দ সুখের আশা।
যুবক তুই করিস না ভুল, চলে যা নিষিদ্ধ নারী হতে দূরে,
নিষিদ্ধ নারী মুক্ত কোন অচিনপুরে।
যেথায় নেই নিষিদ্ধ নারীর যৌবন সুখের মায়া,
অথবা যুবক কাবু কর বসনায়, ছিন্ন করে পশুত্বের ছায়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন