সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

অনুভূতি ২

দূর পাহাড়ের চূঁড়ায়  বসে কে যেন আমায় ডাকছে,
কে যেন আমায় দেখে হাতছানি দিচ্ছে ,
জানি না কে সে।
তবুও বড্ড পরিচিত লাগছে তাকে,
মনে হচ্ছে সে আমার অনেক কাছের
যেন সে আমার প্রিয়তমা,
অথবা অন্য কোন প্রিয় মানুষ।
যে কী না অনেক পরিচিত
বহুকাল ধরে য়ার সাথে আমার পরিচয়।
কিন্তু অন্ধকারের কালো রশ্মিতে
পরিষ্কার দেখা যাচ্ছেনা তার মুখ খানি,
আঁচ করলাম সে বোধ হয় হাসছে,
দূরত্বের ব্যবধানে শোনা যাচ্ছেনা
তার অট্টহাসির জোড়ালো আওয়াজ,
অথবা বোধহয় সে কাঁদছে,
হয়ত সে আমার উপর নারাজ।
আর না হয় সে এমনেতেই
বসে রয়েছে দূর পাহাড়ের চূঁড়ায়
হয়ত সে দেখতে এসেছে আমি কেমন আছি।
জানি না আমার কন্ঠস্বর সে শোনবে কী না
তবুও জোড়ালো গলায় বলছি চিৎকার করে
শোন, আমি ভালো আছি, বেঁচে আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন