অগ্নিময় এক উত্তাল দুপুরে অপেক্ষমান সময় করে যাচ্ছে অপেক্ষা
চলছে সময়ের ধীর গতি, এক মিনিটে পাড় হচ্ছে এক বছর,
অলস এই সময়ের অভিমানী ভাবমূর্তি বিস্তৃত দুরূহময় সেই পরীক্ষা
যেখানে সময় হয়েছে প্রবর্তনে গুপ্তচর।
সময়ের এই পরীক্ষার কঠিন সব নিয়ম, অসাধ্য পরীক্ষার্থীর বিজয়
যেখানে পরীক্ষার প্রতিটি প্রধা-প্রণালী সময়ের হাতে সৃজন,
বড় নির্দয় সময়ের প্রশ্ন, অভাগাকে দেয়না পদতলে আশ্রয়
সময়ের এই লীলাখেলায় পরাজিত পরীক্ষার্থীর স্থানান্তরিত হয় নির্জন।
সেকেন্ড, মিনিট, ঘন্টা এই তিনটি কাঁটা সময়ের পরীক্ষায় ক্ষিপ্তবেগে চলমান
অনুকরণ করা যায়না তাদেরকে, নাগালের বাহিরে তাদের অবস্থান,
কারণে-অকারণে তাদের জন্য সময় হয় না স্থীর, সে চলছে এবং সে বহমান
প্রতিহত করা যায়না সময়ের এই গতিকে, তাই বাধ্য সবাই, নেই এর অবসান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন