নদীতে স্রোত হয়ে এসেছিলে
চলে গেলে নদীর স্রোতে ভেসে,
হারিয়ে গেলে সাবলীলভাবে
একটু কাছে এসে।
কিছু কথা রেখে গেলে
ক্ষুদ্রাকার নদীর তীরে,
কথাগুলো আটক ভাঙ্গা পাঁড়ে
অজস্র বালুকণার ভিড়ে।
নদীর এক পাঁড় হতে অন্য পাঁড়ে
দূরত্বের নেই সীমা,
গভীর জলে নদীতে চাইলে
যায়না সহজে নামা।
নদীর গভীরতার গভীরে
পানি শুকিয়ে খরা,
হাটু জলে নদীর কূল
জানি না কী দিয়ে গড়া ?
নদীর মুখ বলে না কথা
বলেনা নদীর চোখ,
স্রোতের জলে গেলো ভেসে
নদীর সমান্তরাল বুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন