শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

আমি ৩

আমি বন্ধী আমার কবিতার জগতে,
অক্ষর দিয়ে ছন্দ সাজাতে।
কাগজে-কলমে ও জল রঙ্গে,
সাজাই পৃথিবী আপন ডঙ্গে।
আঁকাই আমি সবুজের ছবি,
কলম হাতে আমি কবি।
নানা ধাপে আনি বর্ণ,
সৃষ্টি আমার সমান স্বর্ন।
সূচনা করি সৃষ্টির রহস্য,
দুহাতে বনন আমার শষ্য।
শষ্য আমার হল কাব্য,
সভ্যতার বিকাশে আমিও সভ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন